ক্ষমতায় এসেই প্রথমবার ইউনুস পৌঁছে গেলেন সেনাসদর পরিদর্শনে
After coming to power, Yunus visited the headquarters for the first time

Truth Of Bengal : ছাত্র ও গণ অভ্যুত্থানের চাপে পড়ে বাধ্য হয়েই শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে বাইরে চলে যায়। বর্তমানে হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছে। তিনি এই মুহুর্তে একের পর মামলায় জর্জরিত। হাসিনার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসে ড. মুহাম্মদ ইউনুস। তিনি ক্ষমতায় আসার পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেশ কিছু সংস্কার করার চিন্তা ভাবনা করেন।
ইউনুস সরকার সেনাসদর পরিদর্শন করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসার পর এই প্রথম তিনি সেনাসদর পরিদর্শন করেন। দায়িত্ব গ্রহণের পর রবিবার তিনি প্রথমবারের মতো সেনাসদরে পা রাখেন। সেনাসদরে পৌঁছতেই ইউনুস সরকারকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাগত জানান।
সেই সময়ের সাক্ষী ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, পিএসও এএফডি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি ও সেনাসদরের কর্মকর্তাগণ। পরিদর্শনের সময়ে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ব্রিফ করা হয় বলে জানিয়েছেন আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।