আন্তর্জাতিক

অ্যাপলের পর স্যামসাং, চড়া শুল্ক বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

After Apple, Samsung, Trump warns of high tariffs

Truth Of Bengal: অ্যাপলের পর এবার দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং-সহ অন্যান্য বিদেশি মোবাইল নির্মাতা সংস্থাকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন, আমেরিকার বাইরে যদি এই মোবাইল তৈরি করা হয় তাহলে ওই সংস্থার উপরও লাগু হতে পারে চড়া শুল্ক। স্যামসাং, দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি সংস্থা।  যাদের মোবাইল আমেরিকা সহ বিশ্বজুড়ে জনপ্রিয়। তবে অ্যাপলের মতো তারাও মোবাইল তৈরি করে মূলত আমেরিকার বাইরের দেশগুলিতে।

যেমন ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ব্রাজিলে। যদিও স্যামসাং-এর চিনের উপর নির্ভরতা তুলনায় কম। ট্রাম্প জানিয়েছেন, তিনি চান যেসব মোবাইল সংস্থা আমেরিকায় তাদের পণ্য বিক্রি করে, তারা যেন সেগুলি আমেরিকার মাটিতেই উৎপাদন করে। অ্যাপলের ক্ষেত্রেও আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে তাদের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। এবার সেই একই বার্তা দিলেন স্যামসাং-এর মতো সংস্থাগুলোকেও।

সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, তিনি অ্যাপল কর্ণধার টিম কুককে ভারত থেকে উৎপাদন সরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের কথায়, ‘ আমি শুনছি আপনি ভারতে জিনিস তৈরি করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন।‘  তিনি আরও যোগ করেন, ‘ ভারত নিজের খেয়াল রাখতে পারে, ওরা ভালই চলছে। কিন্তু আমরা চাই না আপনারা ওখানে কারখানা তৈরি করুন।‘  তবে ট্রাম্পের এই মন্তব্যের পরে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতে বিনিয়োগ ও উৎপাদন সংক্রান্ত তাদের পূর্ব পরিকল্পনাতেই তারা অবিচল। অ্যাপল ইতিমধ্যেই ভারতে তাদের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্র গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও ভারতেই উৎপাদন জারি থাকবে বলে জানানো হয়েছে। ট্রাম্পের এই অবস্থানের ফলে আন্তর্জাতিক মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে একপ্রকার উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যেসব সংস্থা আমেরিকার বাজারে বড় অংশ জুড়ে রয়েছে, অথচ উৎপাদন হয় অন্য দেশে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই অবস্থান ভবিষ্যতে বাস্তবায়িত হয় কি না।

Related Articles