সোমবার দুপুরের পর থেকে এখনও পর্যন্ত মোট ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান
A total of 155 tremors have hit Japan since Monday afternoon

The Truth Of Bengal : সোমবার দুপুরের পর থেকে এখনও পর্যন্ত মোট ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান, জানাল সে দেশের আবহাওয়া দফতর। নতুন বছরের প্রথম দিনে পর পর ভূমিকম্পের অভিঘাতে জাপানে মৃতের সংখ্যা ৮। তবে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ এখনও আটকে পড়ে রয়েছেন বলে স্থানীয় প্রশাসনের দাবি। সেক্ষেত্রে মৃতের সংখ্য়া আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বহু বাড়িতে বিদ্যুৎ-সংযোগ নেই গত কাল থেকে।
মোটের উপর, নতুন বছরের একেবারে গোড়ায় জাপানের পশ্চিম উপকূল লাগোয়া বেশ কিছুটা অংশ ভয়ানক ক্ষতিগ্রস্ত। নতুন বছরের প্রথম দিন জাপানে, একের পর এক যে কটি ভূমিকম্প হয়েছে, তার মধ্যে একটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৬, আর একটির ৬। এছাড়া অল্প-মাঝারি মাত্রার অজস্র কম্পন অনুভূত হয়েছে মাঝেমধ্যেই। এমনকি, শেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকালেও অন্তত ৬ বার কেঁপে উঠেছে জাপান। গত কাল, রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার কম্পনের পর সুনামি-সতর্কতা জারি করেছিল সে দেশের প্রশাসন। ক্ষয়ক্ষতির ছবির মধ্যে আপাতত আশার কথা একটাই।
মঙ্গলবার, সেই সুনামি-সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু যে ক্ষতি হয়ে গিয়েছে, তা ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে। ভূকম্পন ও সুনামিতে তারা ঠিক কতটা ধাক্কা খেয়েছে, সেই ছবিটা যত সময় গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে। তবে এর মধ্যে যেটুকু দেখা গিয়েছে, তা শিউরে ওঠার মতো। আগুন লেগে শয়ে শয়ে বাড়ি পুড়ে ছাই হয়ে পড়ে রয়েছে। কোথাও আবার ডুবে যাওয়া নৌকোর স্রেফ পালটুকু দেখা যাচ্ছে। বাড়িগুলো একে অন্যের উপর যেন খেলনার মতো পড়ে রয়েছে। তার উপর বিদ্যুৎ নেই।
FREE ACCESS