আন্তর্জাতিককলকাতাদেশ

সাতসকালে ভয়াবহ ভূমিকম্প তিব্বতে, কলকাতা সহ কেঁপে উঠল দেশ

A terrible earthquake struck Tibet in the early morning, shaking the country including Kolkata

Truth Of Bengal: মঙ্গলবার সাতসকালে পর পর একাধিক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। কম্পন অনুভূত হয়েছে বিহারের উত্তরাংশ, উত্তরবঙ্গ-সহ দেশের একাধিক অংশে। ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। তবে একনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা জায়নি।

এদিন সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৭.১। এর ক্ষনিক পর কেঁপে ওঠে শিজাং। দ্বিতীয় কম্পনটি সকাল ৭টা ২মিনিটে অনুভব হয়, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। এর ঠিক পাঁচ মিনিট পর অর্থাৎ সকাল ৭টা ৭মিনিটে তৃতীয় কম্পন হয় তীব্রতা ছিল ৪.৯। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হয়েছে। আর তৃতীয় ভূমিকম্পটি হয়েছে ৩০ কিলোমিটার গভীরে। কিন্তু এখানেই শেষ নয়, তৃতীয় ভূমিকম্পের ছ’মিনিট পর আরও এক কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৫।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ঘটা এই ভূমিকম্পের রেশ দিল্লি থেকে বিহার এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন অনুভব হয়েছে। উত্তরবঙ্গের কিছু অংশেও হালকা কম্পন অনুভূত হয়েছে। সঙ্গে জানা গিয়েছে, ভুটান ও চিনের কিছু অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে।

Related Articles