আন্তর্জাতিক

বেইরুটে ভয়াবহ হামলা, জলে-স্থলে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা

A terrible attack in Beirut, the Israeli army is attacking on land and water

Truth Of Bengal: মধ্যপ্রাচ্য এখন ধ্বংসস্তূপ, বর্তমানে দিনের পর দিন যে ভয়াবহ পরিস্থির সম্মুখীন হয়ে চলেছে মধ্যপ্রাচ্য তাতে এ কথা বলাই যায়। হেজবোল্লাকে লক্ষ্য করে রীতিমত রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরাইয়েলি সেনা। তেল আভিভের হামলার ফলে লেবাননের রাজধানী বেইরুট এখন ধ্বংস প্রায়। লেবাননের সংবাদমাধ্যমের দাবি শনিবার রাতেও আরও এক ভয়াবহ হামলার স্বীকার হয়েছে তারা। অবশ্য এই হামলার কথা স্বীকারও করে নিয়েছে ইজরায়েলি সেনার দল।

এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, লাগাতার দুঘণ্টা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে দক্ষিণ বেইরুটে। দূর থেকে বহু মানুষকে চোখ রাঙিয়েছে ভয়ঙ্কর আগুনের দাউদাউ শিখা ও মোটা কালো ধোঁয়া। এদিকে শব্দ থেমে যাওয়ার পরেও অন্তত এক ঘণ্টা রাতের আকাশকে আয়ত্তে রেখেছিল ওই কালো ধোঁয়া। জানা গিয়েছে, দেশের প্রধান বিমানবন্দরের এলাকা সহ অন্তত আট জায়গায় এই ঘটনা ঘটেছে।

কখনো আকাশপথ কখনো বা স্থলপথ চারিদিক থেকে হামলা চালিয়ে চলছে লেবাননের উপর। ইজরায়েলি সেনাবাহিনী সীমান্তবর্তী একটি গ্রামে হামলা চালাছে বলে জানা গিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই গোটা ঘটনাতে এ পর্যন্ত চারশো অধিক হেজবোল্লা জঙ্গিকে নিহত করেছে তারা। সেনার এক মুখপাত্রের দাবি, “স্থলপথেও হামলা শুরুর পরে সেনা ৪৪০ জন জঙ্গিকে খতম করতে পেরেছে। এদের মধ্যে রয়েছে ৩০ জন কমান্ডারও।”

Related Articles