আন্তর্জাতিক

জোরালো ভূমিকম্পে কাঁপলো চিলি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩

A powerful earthquake shook Chile, measuring 7.3 on the Richter scale

The Truth of Bengal: সাত সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। শুক্রবার ভোরে উত্তর চিলির আন্তোফাগাস্তা শহরে আঘাত হানে ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক সমীক্ষাসংস্থা। জানা যায় চিলির এই আন্তোফাগাস্তা শহর উত্তর চিলির ত্রিপল সীমান্তে কাছে অবস্থিত।

এই এলাকাতে রয়েছে চিলি, বলিভিয়া এবং আর্জেন্টিনার সীমান্ত। যার জেরে কমবেশি এই তিন দেশই কম্পন অনুভব করেছে। সেই সঙ্গে জোরালো কম্পন অনুভূত হয়েছে দক্ষিন পেরুতেও। জানা যায়, মাটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়। মাটির অনেকটা গভীরে এই ভূমিককম্প তৈরী হলে সাধারনত ,সেই প্রভাব সেভাবে ভূপৃষ্টের উপর পড়ে না।

তবে নিষ্চিতভাবে এখনও এখনও কোনও খবর পাওয়া না গেলেও, জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রানহানি বা ক্ষয়ক্ষতির পরিমান নেই।  প্রসঙ্গত, চলতি বছরই জানুয়ারী মাসে উত্তর চিলির তারাপাকা অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। যে ভূমিকম্পে মাটি থেকে ১১৮ কিলোমিটার গভীরতায় কম্পন সৃষ্টি হয়েছিল। যা রিং অফ ফায়ারের অংশ। এই রিং অফ ফায়ারেই বিশ্বের প্রায় ৯০ শতাংশ ভূমিকম্প হয়ে থাকে।

Related Articles