প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার ৯ নাবিক, নিখোঁজ ৫
9 sailors rescued in adverse weather, 5 missing

The Truth of Bengal: সোমবার ওমানের মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে ঘটে গিয়েছিল বিপত্তি। নিখোঁজ মোট ১৬ জন নাবিক। যাদের মধ্যে ভারতীয় নাবিকের সংখ্যা ১৩। জানা যায়, এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল ওই তেলের ট্যাঙ্কার। ওমানি বন্দরের কাছাকাছি রাস মাদ্রাকা থেকে ২৫ নটিক্যাল দক্ষিণ-পূর্বে এই বিপত্তি ঘটে যায়। খবর ছড়িয়ে পড়তেই উদ্ধারকাজ শুরু করে ভারতীয় নৌসেনা।
বুধবার দিনভর উদ্ধারকাজ চালিয়ে ৯ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস তেগ। বাকিদের খোঁজে জারি তল্লাশি অভিযান। জানা যায় এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৫। ওই বারতীয় যুদ্ধ জাহাজ তেগকে সাহায্যের উদ্দেশ্য সেখানে পাঠায় পি৮আই বিমান।
তবে ভারতীয় নৌসেনার কর্মীদের উদ্ধারকাজে যথেষ্ট পরিমানে বেগ পেতে হয়। প্রতিকূল পরিবেশই এর মূল কারণ। জানা যায়, ওই এলাকায় বিপদজ্জনকভাবে উত্তাল হয়ে পড়ে সমুদ্র। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এই প্রতিকূল অবস্থার মধ্যেই ডুবে যাওয়া নাবিকদের খোঁজ চলছে। জানা যাচ্ছে যে ৯ জনকে উদ্ধার হয়েছে তাদের মধ্যে ১ জন শ্রীলঙ্কার নাবিক রয়েছেন। বাকি প্রত্যেকেই বারতীয় বলে জানা যায়।