গত ৫ বছরে বিদেশে মৃত্যু ৬৩৩ ভারতীয় পড়ুয়ার , চাঞ্চল্যকর পরিসংখ্যান পেশ বিদেশমন্ত্রকের
633 Indian students have died abroad in the last 5 years, the sensational statistics presented by the Ministry of External Affairs

The Truth Of Bengal: লোকসভায় চাঞ্চল্যকর পরিসংখ্যান পেশ করলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। গত ৫ বছরে বিদেশে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় ৬৩৩ জনের। যার মধ্যে শীর্ষে রয়েছে কানাডা। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র কানাডাতে ৫ বছরে মৃত্যু হয়েছে ১৭২ জন ভারতীয় পড়ুয়ার। অপরদিকে আমেরিকায় পড়তে যাওয়া ১০৮ জন ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া আরও উল্লেখ রয়েছে, ইংল্যান্ডে ৫৮, অস্ট্রেলিয়ায় ৫৭, রাশিয়ায় ৩৭, ইউক্রেনে ১৮, জার্মানিতে ২৪, জর্জিয়া, কিরঘিজস্তান ও সাইপ্রাসে ১২ এবং চিনে ৮ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে গত ৫ বছরে।
পরিসংখ্যান অনুযায়ী যে তথ্য উঠে আসছে , তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রাকৃতিক কারণ ছাড়াও আরও নানা কারণে প্রাণ হারিয়েছেন পড়ুয়ারা। তবে মৃত ৬৩৩ পড়ুয়ার মধ্যে আততায়ী হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কানাডাতে খুন হয়েছেন ৯ জন। পড়ুয়া খুনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এখানে আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন। লোকসভায় পরিসংখ্যান পেশ করে কীর্তিবর্ধন সিং বলেন, বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার।
উচ্চশিক্ষা লাভের আশায় বিদেশে পাড়ি দেয় ভারতীয় পড়ুয়ারা। কিন্তু বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কীর্তিবর্ধন সিং জানান, ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দায় ভারত সরকারের। সরকারের তরফে বিদেশে থাকা পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার সবরকম চেষ্টা চলছে। বিদেশে পাঠরত সকল পড়ুয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অপরদিকে মৃত্যুর পাশাপাশি আরও একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, গত ৩ বছরে আমেরিকা থেকে ৪৮ জন ভারতীয় পড়ুয়াকে নির্বাসিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে নির্বাসন করা হয়েছে পড়ুয়াদের তার কোনো নির্দিষ্ট রিপোর্ট থাকে না সরকারের কাছে।