আন্তর্জাতিক

জিবুতির উপকূলে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪৫, নিখোঁজ বহু

45 dead, many missing after boat capsizes off Djibouti coast

Truth Of Bengal : জিবুতির উপকূলে ডুবে গেল আফ্রিকা থেকে শরণার্থী ও অভিবাসী বহনকারী দুটি জাহাজ। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন মানুষ। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) টুইটের মাধ্যমে জানিয়েছে, ওই নৌকাটি ইয়েমেন থেকে ৩১০ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। ‘আইওএম অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে রাষ্ট্রীয় জরুরি পরিষেবাগুলোকে সহায়তা করছে’ বলে সংস্থাটি এক্স-এ এক পোস্টে বলেছে। এতে আরও বলা হয়েছে, ৩২ জনকে জীবিত পাওয়া গেছে।

জিবুতির কোস্টগার্ড-এর তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর সোমবার ভোর থেকে এক যৌথ প্রচেষ্টা চালানোর পর অবশেষে উদ্ধার করা গিয়েছে ১১৫ জনকে। তবে এখনো নিখোঁজ রয়েছে ডজন ডজন মানুষ। এর সাথে কোস্টগার্ড তাদের সামাজিক মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বলেছে, “আমরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং জীবিতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আছি।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ওই একই পথ দিয়ে যাওয়ার সময় জিবুতির উপকূলে আরও এক নৌকাডুবি হয়েছিল। সেই ভয়াবহ দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। জুন মাসেও সোমালিয়া থেকে যাত্রা করে ফেরার পথে এমনই এক নৌকাডুবির জেরে অন্তত ৪৯ জন মারা গিয়েছিলেন।