আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনের ৪টি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

4 power plants in Ukraine damaged by Russian attack

The Truth of bengal: এদিন কয়েক আগেই কয়েক কোটি ডলারের সাহায্য পাঠানো হয়েছিল আমেরিকার তরফ থেকে। তবে দুবছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে বিশেষ একটা সুবিধা করে উঠতে পারে। শনিবারই রাশিয়ার উপর বড়মপের হামলা চালিয়েছিল তারা। হামলায় ব্যবহার করেছিল আমেরিকা এবং সহযোগী দেশগুলোর থেকে পাওয়া নানান অস্ত্র। রুশ তৈল শোধনাগারগুলোই ছিল তাদের মূল লক্ষ ছিল।

তবে মস্কোর তরফ থেকে ইউক্রেনের সসেই হামলা তারা প্রতিহত করেছে বলে দাবি জনানো হয়। একইসঙ্গে ইউক্রেনকে শিক্ষা দিতে এবার ওই দেশের বিদ্যুত উৎপাদন কেন্দ্রগুলিতে করা হয় টার্গেট। ওই বিদ্যুৎকেন্দ্রগুলিতে রাশিয়ার তরফ থেকে বড়সড় হামলা চালানো হয়। সেই হামলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত চারটি বিদ্যুৎউৎপাদন কেন্দ্র। একাথা স্বীকার করে নিয়েছে ইউক্রেন। ওই দেশের বেশ কিছু জায়গাই বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইউক্রেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনেস্কিও সেইসব ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন।

শনিবারের এই রুশ হামলা অন্যতম সব থেকে বড় হামলা বলেই মনে করা হচ্ছে। শনিবার ইউক্রেন দাবি করে, একাধিক লক্ষবস্তুকে নিশানা করে ৬০টিরও বেশি সংখ্যায় ড্রোন নিয়ে হামলা চালানো হয় দক্ষিন রাশিয়াতে। কিভের দাবি, রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড়ো ড্রোন হামলা তাদের এটিই।  ইউক্রেনের দাবি, রুশের দুটি তেল শোধনাগার ও একটি সামরিক বিমান ঘাঁটিতে তাদের পাঠানো ড্রোন আঘাত হেনেছে। অন্যদিকে আমেরিকা ও মিত্র দেশগুলি এই হামলাকেও বড় সাফল্যের তালিকায় ফেলেছে।

Related Articles