আন্তর্জাতিক

সুদানে কলেরায় আক্রান্ত ৩৫৪ , মৃত ২২

354 cases of cholera in Sudan, 22 dead

Truth Of Bengal: টানা ১৬ মাস বন্যা বিধ্বস্ত সুদানে এবার কলেরার থাবা। দিন কয়েক ধরে সেখানে বহু মানুষ কলেরায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে সে দেশের সরকার। এই ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, এখনো পর্যন্ত অসুস্থ ৩৫৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কলেরার থাবা প্রাণ কেড়েছে ৭৮ জনের।

কলেরা আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন ২৪০০ জনের বেশি মানুষ। বহুদিন ধরেই রাজনৈতিক সামাজিক উত্তেজনায় সুদানের অবস্থা খুব একটা ভালো নয়। সেখানে ওই সংঘর্ষের প্রাণ হারানো মানুষের সংখ্যা হাজার হাজার। তারপর কলেরার থাবা । একের পর এক ঘটনায় সুদানের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। একইসঙ্গে শুরু হয়েছে খাদ্যাভাব, ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। গৃহহীন অসংখ্য মানুষ।

রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুযায়ী বন্যার কারণে এক লক্ষ ১৮ হাজার মানুষ ঘর ছাড়া আর সেখানে বাড়ছে কলেরায় আক্রান্তের সংখ্যা। ২০১৭ সালে কলেরায় মাত্র দুই মাসের মধ্যে মৃত্যু হয়েছিল ৭০০ জনের মতো মানুষের । সেবার অবশ্য ২২ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন।

Related Articles