সিলেটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩, তদন্তে পুলিশ
2 dead, 3 injured in tragic road accident in Sylhet, police investigating

The Truth Of Bengal : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিলেট কোম্পানীগঞ্জে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সিলেটের বিমানবন্দর সড়কের ধূপাগুল এলাকায় একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বিকট শব্দে এলাকাবাসীরা দৌড়ে এসে দেখেন কয়েকজন আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। এরপর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সিলেট ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা গোয়াইনঘাটের নোয়াগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই এলাকার সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)কে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জন এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
খবর পেয়ে হাসপাতালে আহতদের এবং মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিমানবন্দর থানার পুলিশ। বিমানবন্দর থানার ওসি নুনু মিয়া বলেন, “ধুপাগুল এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।”
সম্পূর্ণ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার সহ কোটা এলাকায়।