ইরানের বাহিনীর হাতে বন্দি ১৭ভারতীয়, উদ্বেগে গোটা দেশ
17 Indian prisoners in the hands of Iranian forces, the whole country is worried

The Truth of Bengal: ইজরায়েল-ইরান যুদ্ধের মাঝে চরম বিপাকে ভারতীয়রা। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার পর ইজরায়েলের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি দেয় ইরান।তারপরই নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। দুদেশের সংঘাত যখন তীব্রতর হচ্ছে তখন হরমুজ প্রণালীতে একটি ইজরায়েলি জাহাজকে আটক করে ইরানের ‘রেভোলিউশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’ নামে স্পেশাল আর্মি।
সেই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জনই ভারতীয়। যাঁরা বর্তমানে ইরানের বিশেষ বাহিনীর হাতে আটকে রয়েছেন। শেষ খবরে জানা গিয়েছে, ইজরায়েলি জাহাজটিকে জলসীমায় নিয়ে গেছে তেহরানের বিশেষ বাহিনী।স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বিগ্ন ভারত।নয়াদিল্লি পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে।কিভাবে তাঁদের দেশে ফিরিয়ে আনা যাবে তা নিয়ে ভাবছে বিদেশ মন্ত্রক।এদিকে,আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়ানোয় পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। ঘনাচ্ছে যুদ্ধের আশঙ্কা।