আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ১৫জন তীর্থযাত্রী

15 pilgrims killed as bus falls into gorge in Sri Lanka

Truth Of Bengal: শ্রীলঙ্কায় ভয়াবহ দুর্ঘটনা। রবিবার শ্রীলঙ্কায় আচমকাই খাদে পড়ে যায় বৌদ্ধ তীর্থযাত্রী বহনকারী একটি বাস। এই ঘটনায় অন্তত ১৫জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।দুর্ঘটনায় আহত তীর্থযাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানান হয়েছে, দুর্ঘটনাটি রবিবার সকালে কলম্বো শহরের ১৪০ কিলোমিটার (৮৬ মাইল) পূর্বে অবস্থিত কোতমালে শহরের কাছে ঘটেছে।

সেখানে আচমকাই ৭০ জন যাত্রীকে নিয়ে খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন। এই প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আচমকাই বাসে যান্ত্রিক গোলযোগের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তাতেই ঘটে দুর্ঘটনা। নিহত ১৫ জনের মধ্যে বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। বাসটি দ্বীপের দক্ষিণের তীর্থস্থান কাটারগামা থেকে কেন্দ্রীয় শহর কুরুনেগালার দিকে যাচ্ছিল। আর তখনই ঘটল বিপত্তি।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় প্রতি বছর গড়ে ৩,০০০টি সড়ক দুর্ঘটনা ঘটে।যা বারবার প্রমাণ করে শ্রীলঙ্কার রাস্তা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তার মধ্যে একটি। রবিবারের বাস দুর্ঘটনা ছিল ২০০৫ সালের এপ্রিলের পর থেকে শ্রীলঙ্কার অন্যতম বড় দুর্ঘটনা। সেইবছর দুর্ঘটনার সময় বাস চালক সামান্য আঘাত পেলেও ঘটনাস্থলে ৩৭ জন যাত্রী মারা গেলেন।

এরপর ২০২১ সালে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যাত্রী। আর এবার যাত্রী বোঝাই বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে।তবে এই নিয়ে এখন স্থানীয় প্রশাসনের তরফে মেলেনি কোন প্রতিক্রিয়া।বলা বাহুল্য, শুক্রবার সেনার বিশেষ মহড়ার সময় শ্রীলঙ্কায় ভেঙে পড়েছিল হেলিকপ্টার। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বায়ুসেনার দুই আধিকারিক এবং চার সেনাকর্মীর।দেশের উত্তর-মধ্য অঞ্চলের মাদুরু ওয়ার কাছে ভেঙে পড়েছিল হেলিকপ্টারটি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল শ্রীলঙ্কা।

Related Articles