আদালতে হাজিরা দিতে হবে বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে, কিন্তু কেন ?
Bangladeshi actress Parimani has to appear in court, but why?

The Truth Of Bengal : খবরের শিরোনামেই থাকেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। আর এবার আবারও চর্চা শুরু হল পরীমণিকে নিয়ে। মারধর এবং হত্যার মতোন বিস্ফোরক অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে। আর এবার সেই অভিযোগের উপর ভিত্তি করেই আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে অভিনেত্রী পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ দিয়েছেন। অপরদিকে, ঢাকার সিজেএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেছেন, মারধর ও হত্যার হুমকির অভিযোগে পরীমনি ও জুনায়েদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন আজ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। প্রসঙ্গত, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাঁকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন। একপর্যায়ে পরীমনি হত্যাচেষ্টার জন্য একটি গ্লাস ছুড়ে মারেন, যা তাঁর মাথায় ও বুকে লাগে। সব মিলিয়ে, আদালতে হাজিরা দেওয়ার পর, আদালত কী রায় দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে।