দেশ

‘ভারতের থেকে অর্ধশতাব্দী পিছিয়ে তোমরা’, ফের পহেলগাঁও হামলা নিয়ে পাকিস্তানকে আক্রমন আসাদউদ্দিনের

'You are half a century behind India', Asaduddin attacks Pakistan again over Pahalgaon attack

Truth Of Bengal: পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় আবারও পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি ও হায়দরাবাদ সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। রবিবার মহারাষ্ট্রের পরভণীতে একটি জনসভায় ওয়াক্ফ (সংশোধনী) আইন এর বিরোধিতায় বক্তব্য রাখছিলেন তিনি। সে সময় তিনি বলেন, পাকিস্তান ভারতের থেকে অর্ধশতাব্দী পিছিয়ে রয়েছে।

ওয়াইসি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার কঠোর সমালোচনা করেন। সেই সঙ্গে পাকিস্তানি নেতাদের হুমকিও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “তোমরা শুধু আধা ঘণ্টা নয়, অর্ধশতাব্দী পিছিয়ে আছো ভারতের থেকে। তোমাদের দেশের বাজেট আমাদের সামরিক বাজেটের সমানও নয়।” তিনি আরও বলেন, “পাকিস্তান বারবার বলে তাদের পারমাণবিক বোমা ও পরমাণু অস্ত্র আছে। মনে রাখবে, যদি অন্য দেশে ঢুকে নিরীহ মানুষ হত্যা করো, তাহলে কোন দেশ চুপ করে থাকবে না।”

এআইএমআইএম প্রধান ওয়াইসি উল্লেখ করেন, পহেলগাঁও-এ সন্ত্রাসীরা পর্যটকদের হত্যা করার আগে তাদের ধর্ম জানতে চেয়েছিল। তিনি বলেন, “কোন ধর্মের কথা বলছো তোমরা? তোমরা খারিজিদের থেকেও অধম। তোমাদের এই কাজ প্রমাণ করে তোমরা আইএসআইএস-এর উত্তরসূরী।”

ওয়াইসি আরও বলেন, পাকিস্তান বহু বছর ধরে ভারতের বিরুদ্ধে হামলার জন্য সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারত পাকিস্তানের বিমান বাহিনীর ওপর অবরোধ আরোপ করতে পারে এবং আমাদের নৈতিক হ্যাকাররা পাকিস্তানের ইন্টারনেট ব্যবস্থাও হ্যাক করতে পারে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি দাবি জানান যে, পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য পদক্ষেপ নেওয়া হোক।

মোদীর উদ্দেশে আরও বলেন, কাশ্মীর যেমন ভারতের অবিচ্ছেদ্য অংশ, তেমনি কাশ্মীরিরাও ভারতের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, “কিছু টিভি চ্যানেলের অ্যাঙ্কর কাশ্মীরিদের বিরুদ্ধে কথা বলছেন। তারা লজ্জাহীন। যদি কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ হয়, তাহলে কাশ্মীরিরাও তাই। তাহলে তাদের উপর সন্দেহ করার প্রশ্নই ওঠে না।”

তিনি উল্লেখ করেন, এক কাশ্মীরিই সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছে। এবং এক কাশ্মীরিই আহত শিশুকে পিঠে তুলে ৪০ মিনিট হেঁটে নিয়ে গিয়ে তার জীবন রক্ষা করেছে।

Related Articles