পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত নিয়ে মুখ খুললেন বিশ্ব নেতারা
World leaders speak out against India's retaliation in Pakistan

Truth Of Bengal: পহেলগাঁও জঙ্গি হামলার পর বদলার আগুনে ফুঁসছিল দেশবাসী। বুধবার ভোর রাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় নিঁখুত হামলা চালিয়ে পর পর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে সেনার তরফে ভয়াবহ প্রত্যাঘ্যাত।
এরপরেই ভারতের এই পদক্ষেপ নিয়ে মত প্রকাশ করেছেন বিশ্বের একাধিক নেতা। ‘অপারেশন সিঁদুরের’ পরেই প্রথম প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভারতের আক্রমণের কথা শুনেছি। আমরা জানতাম, কিছু একটা হতে চলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সন্ত্রাস নিয়ে বহু বছর ধরেই লড়াই জারি রয়েছে।
আমি চাই, এটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়।’ তবে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযমের আবেদন জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারে না।
অন্যদিকে ভারতের এই পদক্ষেপকে সমর্থন করেছেন ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তাঁর কথায়, ‘ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীদের জানা উচিত যে নিরপরাধদের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধ থেকে লুকানোর কোনও জায়গা নেই।’ পাশাপাশি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট জানিয়েছেন, ‘আমরা ভারত এবং পাকিস্তান উভয়কেই সংযত হতে বলছি। যাতে না উত্তেজনা বৃদ্ধি না পায়।’
একই মন্তব্য করেছেন চিনের মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য আহ্বান।’ একথায় বলা যায়, ভারত- পাকিস্তানকে সংযত হওয়ার বার্তাই দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা।