নারী দিবসের উপহার! মহিলাদের ৪৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর
Women's Day Gift! PM gives Rs 450 crore financial assistance to women

Truth of Bengal: শনিবার ছিল নারী দিবস। এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের নভসারিতে মহিলা উদ্যোগপতিদের সঙ্গে মতবিনিময় করলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভানসি-বরসি গ্রামে ২৫,০০০-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) আড়াই লক্ষেরও বেশি মহিলাকে ৪৫০ কোটি টাকার আর্থিক সহায়তা বিতরণ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
এদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন মহিলা পুলিশ অফিসার। নারী দিবসে মহিলাদের ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শনিবার নওসারির ভানসি-বোরসিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা মহিলা পুলিশ কর্মী ও কর্মচারীদের হাতে হস্তান্তর করা হয়েছিল বলে জানা গিয়েছে। মোট ২,১৬৫ জন কনস্টেবল, ১৮৭ জন ইন্সপেক্টর, ৬১ জন সাব-ইন্সপেক্টর, ১৯ জন ডিএসপি, পাঁচজন ডিএসপি, একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং একজন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ পদমর্যাদার কর্মকর্তা সামগ্রিক কর্মসূচির দায়িত্বে ছিলেন। সরকারি সূত্রের মতে, এই কর্মসূচি পুলিশ প্রশাসনের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। কারণ আইন-শৃঙ্খলার পাশাপাশি কর্মসূচির ব্যবস্থাপনার সমস্ত দিক মহিলা পুলিশ অফিসাররা পরিচালনা করেছিলেন।
পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী ২,৫৮৭ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে, নরেন্দ্র মোদি গুজরাটকে ২,৫৮৭ কোটি টাকার প্রকল্প উপহার দিয়েছিলেন। শুক্রবার, প্রধানমন্ত্রী সিলভাসায় ৪৫০ শয্যাবিশিষ্ট নমো হাসপাতাল উদ্বোধন করেন। পাশাপাশি তিনি সায়লি স্টেডিয়াম থেকে ৬২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।