দেশ

WHO-গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, ট্যালকম পাউডার ডিম্বাশয়ের ক্যান্সারের কারণ! 

who's cancer agency says talc probably carcinogenic for humans

The Truth of Bengal: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO- ক্যান্সার গবেষণা সংস্থা দীর্ঘদিন ধরে নানাবিধ বিষয়ে গবেষণা করে চলেছে। মানুষের শরীরে ক্যান্সার সংক্রমণের বিভিন্ন কারণ অনুসন্ধান চলছে এই গবেষণার মধ্য দিয়ে। আর এই গবেষণা থেকে উঠে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। এই তথ্যের মধ্যে রয়েছে আতঙ্ক বা অশনিসংকেতও। বিশেষভাবে তাদের নতুন গবেষণায় ট্যালকের ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়। আর এখানেই উঠে এসেছে এক আশঙ্কার ছবি। ট্যালক মানুষের জন্য সম্ভবত কার্সিনোজেনিক – এই গবেষণা থেকে উঠে এসেছে এমন তথ্য। কার্সিনোজেনিক ক্যান্সারের উপাদানে ভরা। বেশি ট্যালক ব্যবহার করলে ক্যান্সারের সম্ভাবনা থেকে যায়।

ট্যালকম পাউডার এই কারণে বিপদজনক হওয়ার আশঙ্কা থাকছে। সাধারণত ট্যালকম পাউডার শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রায় ব্যবহার করেন। শিশুদের শরীরে জীবাণুনাশের জন্য বেবি পাউডার ব্যবহার করা হয়। এই বেবি পাউডার উৎপাদনে ট্যালক ব্যবহার হয় বলেই গবেষণায় উঠে এসেছে। গবেষকদের আশঙ্কা, ট্যালক ব্যবহৃত ট্যালকম পাউডার ডিম্বাশয় ক্যান্সারের অন্যতম যোগসূত্র হওয়ার আশঙ্কা থাকে। এই গবেষণায় উঠে এসেছে ট্যালক মানুষের শরীরে ডিম্বাশয়ের ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে।

গবেষকরা এর ক্ষতিকারক দিক পরীক্ষা করার জন্য ইঁদুরের শরীরে ট্যালক ব্যবহার করে গবেষণা চালান। প্রত্যেকটি মুহূর্তের বিভিন্ন প্রতিক্রিয়া গবেষণায় উঠে আসে। এবং এর ফলাফলে দেখা গিয়েছে ক্যান্সারের সংক্রমণ। গবেষকরা বলছেন, মানুষের কোষে ট্যালক কার্সিনোজেনিক লক্ষণ বৃদ্ধি ঘটাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষকরা বলছেন মহিলাদের যৌনাঙ্গে বেশি ট্যালক উপাদান সমূহ দ্বারা তৈরি ট্যালকম পাউডার ব্যবহার করলে ডিম্বাশয় ক্যান্সারের হার বৃদ্ধি পায়।

গবেষণায় যে তথ্য উঠে আসছে:

গবেষণায় উঠে এসেছে ট্যালকম পাউডার ব্যবহার করেন বহু মানুষ। সাধারণত প্রসাধনী হিসাবে এর ব্যবহার হয়। সাধারণত ট্যালক প্রক্রিয়াজাত করা হয় পণ্য তৈরীর ক্ষেত্রে। এই খনিজ পদার্থ প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। টেলকম বেবি পাউডার তৈরিতে এই খনিজের ব্যবহার যথেষ্টই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন ইউনিভার্সিটির একজন পরিসংখ্যানবিদ তাঁর সাবধানবাণী করেছেন ট্যালক ব্যবহার থেকে দূরে থাকার। তবে একাংশ আবার এটাকে বিভ্রান্তিকর বলেও মনে করছে।

ট্যালকম পাউডার ডিম্বাশয়ের ক্যান্সারের কারণ কী:
গত ১৫ ই মে ক্লিনিক্যাল আনকোলজিতে প্রকাশিত হয় একটি গবেষণা পত্র। সেখানে এমন অনেক তথ্য প্রকাশ হয়েছে যা মহিলাদের যৌনাঙ্গে এই ট্যালকম পাউডারের প্রভাবের পরিণতি ফলাফল। পথে উঠে এসেছে যৌনাঙ্গে বেশি ট্যালকম পাউডার ব্যবহার করলে ডিম্বাশয়ের ক্যান্সারের কারণ হতে পারে। যারা ঘন ঘন পাউডার ব্যবহার করেন তাদের জন্য ঝুঁকি বেশি। যারা শরীরে দীর্ঘ সময় এই পাউডার ব্যবহার করেন তাদের জন্য বিপদজনক। গবেষকরা বলছেন ডিম্বাশয়ের ক্যান্সার চিকিৎসা করা কঠিন এবং মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের গবেষকরা অন্তরঙ্গ যত্ন পণ্য সংক্রান্ত এবং মহিলা হরমোন সম্পর্কিত ক্যান্সারের মধ্যে সম্পর্ক পরীক্ষা করেছেন।

Related Articles