দেশ

“জল না থাকলে কোথায় ঝাঁপ দেবে?”, ভুট্টোর ‘রক্ত’ মন্তব্যের পতিক্রিয়া হরদীপের

"Where will you jump if there is no water?", Hardeep's reaction to Bhutto's 'blood' comment

Truth Of Bengal: শনিবার কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরি পাকিস্তানের নেতা বিলাওয়াল ভুট্টো জারদারির “রক্ত” মন্তব্যের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানান। যেখানে তিনি পহেলগাঁও হামলার পর ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছিলেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো-জারদারি শুক্রবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের সুক্কুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে হুমকি দেন যে, যদি চুক্তি মেনে না চলা হয়, তবে ভারতের বিরুদ্ধে “রক্ত” ঝরবে। তিনি বলেছিলেন, “সিন্ধু আমাদের ছিল, আছে এবং থাকবে, হয় আমাদের জল বইবে, নাহলে ভারতীয়দের রক্ত।”

পাকিস্তানি নেতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পুরি বলেন, “সে বলেছে জল না দিলে রক্ত বইবে, তাকে বলো গিয়ে কোথাও ঝাঁপ দিক, আর জল না থাকলে কোথায় ঝাঁপ দেবে?” পুরি আরও বলেন, “এ ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, এটা একেবারে বোকামির কথা।”

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে। বুধবার, নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়, যার মধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত করাও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির (CCS) বৈঠলের পর, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

ভারতের ঘোষিত পাঁচ দফা নিষেধাজ্ঞা:

১) ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অবিলম্বে স্থগিত করা হয়েছে। যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থন বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে পরিত্যাগ করে।

২) অ্যাটারি সংহত চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব ব্যক্তি বৈধ অনুমোদন-সহ পার হয়েছেন, তারা ১ মে ২০২৫ এর আগে ঐ পথ দিয়েই ফিরে আসতে পারবেন।

৩) পাকিস্তানি নাগরিকরা এখন থেকে সার্ক ভিসা মওকুফ স্কিমের (SVES) আওতায় ভারতে ভ্রমণ করতে পারবেন না। পূর্বে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সমস্ত SVES ভিসা বাতিল বলে গণ্য করা হয়েছে। বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।

৪) নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত প্রতিরক্ষা, সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘পেরসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

৫) ভারত ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে নিজের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করেছে। এই পদগুলো এখন বাতিল বলে বিবেচিত হবে।