দেশ

এবার জোটে কংগ্রেসের ভূমিকা কী? প্রশ্ন ওমরের

What is the role of Congress in the alliance this time? Omar questions

Truth Of Bengal: বেশ কিছুদিন ধরেই বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের নেতাদের মধ্যে বিবাদের খবর খবরে শিরোনামে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মতো ইন্ডিয়া জোটের প্রথমসারির নেতারা বারবার অভিযোগ করছেন, কংগ্রেস একার সিদ্ধান্তেই ইন্ডিয়া জোটা চালানোর চেষ্টা করছে। আর গ্র্যান্ড ওল্ড পার্টির এই দাদাগিরি তাঁরা মানতে পারছেন না। কেজরিওয়ালের দল আম আদমি পার্টি দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেনি। দিল্লির নির্বাচনে তারা কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়ছে।

পাশাপাশি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও এনসিপি প্রধান শরদ পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের শীর্ষে দেখতে চেয়েছেন। এবার ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে সরব হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লাহ বলেন, ‘এটা দুঃখজনক যে, ইন্ডিয়া ব্লকের কোনও বৈঠক  হচ্ছে না। কে হবেন এর নেতা? এজেন্ডা কি হবে? কীভাবে এগোবে জোট? এ নিয়ে কোনও আলোচনা নেই। আমরা ঐক্যবদ্ধ থাকব কি থাকব না সে বিষয়ে কোনও স্পষ্টতা নেই।  দিল্লি নির্বাচনের পর জোটের বৈঠক হতে হবে। স্বচ্ছতা থাকা উচিত। জোট যদি লোকসভা পর্যন্ত থাকত তাহলে ইন্ডিয়া জোট বন্ধ করুন। তবে যদি বিধানসভায় রাখতে হয় তাহলে জোটকে একসঙ্গে কাজ করতে হবে।’

Related Articles