দেশ

শীতের বিদায় বেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস

Weather Update in Delhi

The Truth of Bengal: বিগত মাস দুয়েক ধরেই জাঁকিয়ে শীত অনুভূত হয়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। প্রায় রোজই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। সঙ্গে ঘন কুয়শার দাপটও লক্ষ করা গেছে। তবে সেই ছবির পর থেকে ক্রমশ লক্ষ করা যায় আভহাওয়ার খামখেয়ালিপনা। ইতিমধ্যেই পারদ বেড়ে গরম অনুভূত হতে শুরু করেছে। তৈরি হচ্ছে গুমোটভাবের পরিস্থিতি।

এখানেই আবহাওয়ার খামখেয়ালিপনার ইতি নয়, IMD পূর্বাভাস দিচ্ছে বজ্র বিদ্যুত সহ দেশের একাধিক রাজ্যে হবে বৃষ্টি। মৌসম ভবনের পূর্বাভাস ছিলই যে দিল্লিতে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টি হবেই। দিল্লি-এনসিআর এলাকা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যেই পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির। সোমবার থেকেই দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি চলবে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে থাকবে দিল্লিতে। থাকবে মেঘলা আকাশ।

দিল্লি এনসিআর ছাড়াও এই একই আবহাওয়া লক্ষ করা যাবে, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশে। imd বলছে এই সমস্থ রাজ্যেই বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে বারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে মৌসম ভবনের তরফে। বিশেষত নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আবহাওয়ার এই পরিবর্তন। জানা যাচ্ছে, এল নিনোর প্রভাবেই ফেব্রুয়ারী শীতের দেখা নেই ফেব্রুয়ারী মাসে। রাড়ছে তাপমাত্রার পারদ। জানা যাচ্ছে, আগামী মার্চেই ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রার পারদ।

Related Articles