দেশ

বাড়িতে বসে দেওয়া যাবে ভোট, কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন জানুন

Vote from Home

The Truth of Bengla: এই প্রথমবার লোকসভা নির্বাচনে বাড়ি বসে দেওয়া যাবে ভোট। তবে সবার জন্য এই সুযোগ নেই। কারা পাবেন এই সুবিধা ও কবে থেকে এই সুবিধা মিলবে, তা জানিয়েছেন নির্বাচন কমিশন। আগামী শুক্রবার ৫ এপ্রিল থেকে বাড়িতে গিয়ে ভোটগ্রহণ শুরু হবে। প্রথম দফার জন্য বাড়ি গিয়ে ভোটগ্রহণ চলবে ৫ এপ্রিল থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। ৮০ বছরের বেশি বয়সী ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেবে কমিশন। বাড়িতে বসে ভোট দিতে পারবেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা।

বড়িতে বসে ভোট দেওয়ার বিষয়টি কী—

কমিশন চায় গণতন্ত্রের উৎসবে যোগ দিক দেশের সবাই। তাই সবার ভোট সুনিশ্চিত করতে নানা পদক্ষেপ করেছে কমিশন। ৮০ বছরের বেশি বয়সী এবং যাঁরা ৪০ শতাংশেরও বেশি শারীরিক ভাবে অক্ষম তাঁরা বাড়ি বসে ভোট দিতে পারবেন। প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট দেওয়ার সুবিধার্থে নির্বাচন কমিশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসবেন। ২০২০ সালে এই উদ্যোগ চালু করা হয়েছিল। তবে এই প্রথমবার লোকসভা নির্বাচনে এই ব্যবস্থা চালু হচ্ছে।

বাড়ি বসে ভোট দেওয়ার যোগ্য কে–

৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক

বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি

গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা

বাড়ি বসে ভোট দিতে কীভাবে আবেদন করবেন?

যে ভোটাররা এই সুবিধা নিতে তাঁকে তাঁর নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে ফর্ম ১২-ডি ফর্ম ফিলআপ করে আবেদন করতে হবে। নির্বাচনী বিজ্ঞপ্তির পর পাঁচ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন গ্রাহ্য হলে এই ভোটাররা বাড়িতে ব্যালট পাবেন। তারপর পছন্দের প্রার্থীকে তিনি ভোট দিতে পারবেন।

Related Articles