দেশ

Lok Sabha Elections 2024: ৪২টি আসন নিয়ে উত্তরপ্রদেশকে টেক্কা বাংলার, তবে কি যোগীরাজ্যে বিনা অনুমোদনে চলছে সভা সমাবেশ?

Lok Sabha Elections 2024: Uttar Pradesh ace Bengal with 42 seats

The Truth of Bengal: সবচেয়ে বেশি লোকসভার আসনে লড়বে উত্তরপ্রদেশ। মোট ৮০টি সিট রয়েছে লোকসভা নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষক বলে থাকেন উত্তর প্রদেশের ভোটের নির্বাচন যেদিকে গড়বে দেশের সরকার তাদেরই হাতে গড়ে উঠবে! যে কারণে উত্তরপ্রদেশেও রয়েছে সাত দফায় নির্বাচন। এদিকে পশ্চিমবঙ্গও ৪২ আসনে সাত দফায় নির্বাচন। এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে। উত্তর প্রদেশ থেকে বিহার হয়ে পাঞ্জাব বা বাংলা – সর্বত্রই ভোট উন্মাদনায় তপ্ত। আইনশৃঙ্খলা বজায় রাখতে ও সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারের জন্য জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুবিধা অ্যাপ চালু করা হয়।

যে কোন রাজনৈতিক দল সভা সমাবেশের অনুমোদন অনলাইনেই পেয়ে যাবে। লোকসভা ভোটের নির্ঘণ্ট  প্রকাশের পর থেকে এখনো পর্যন্ত কোন দল কত আবেদন জমা দিয়েছে সভা সমাবেশের জন্য এবং তার কতগুলো অনুমোদন পেয়েছে তার একটা পরিসংখ্যান তুলে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ৮০ আসনের উত্তর প্রদেশকে ছাপিয়ে গিয়েছে ৪২ আসনের বাংলা। উত্তরপ্রদেশে মোট আবেদন জমা পড়ে ৩২৭৩ টি। সেখানে বাংলায় আবেদনের সংখ্যা ১১৯৭৬ টি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে তামিলনাড়ুতে। এই রাজ্যে মোট আবেদনের সংখ্যা ২৩২৩৯টি।

মধ্যপ্রদেশে মোট আবেদনের সংখ্যা দশ হাজার ৬৩৬ টি। বিভিন্ন মহলের প্রশ্ন উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা কেন্দ্রে এত কম আবেদন কেন? সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল সভা সমাবেশ কী অনুমোদন না নিয়েই করছে? নাকি স্থানীয় ভাবে প্রশাসনের অনুমতিতে সভা সমাবেশ হচ্ছে? কমিশনের দেওয়া তথ্যে তার কোন স্পষ্ট বক্তব্য নেই। কমিশন যে তথ্য তুলে ধরেছে সেখানে সুবিধা অ্যাপ এ আবেদনের পরিসংখ্যান। আর সেই সংখ্যা তত্ত্বে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে তামিলনাড়ুতে।

Related Articles