দেশ

ফের ভয়ংকর দুর্ঘটনা যোগী রাজ্যে,দুর্ঘটনায় মৃত ৪ জন

Uttar Pradesh Accident

The Truth of Bengal: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা যোগী রাজ্যে। উত্তরপ্রদেশের ঝাঁসি কানপুর হাইওয়েতে দুটি গাড়ির মধ্যে জোড়াল সংঘর্ষ হয়। সংঘর্ষের পরেই দাউ দাউ করে আগুন লেগে যায় যাত্রীবাহী গাড়িতে। সেই আগুনেই দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। আহত হয়েছে আরও ২ জন। যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গেছে দুই গাড়ির মধ্যে এক গাড়িতে ছিল বরযাত্রী। সেখানে ছিল বর, বরের ভাই সহ আরও অনেকে। তাদের মধ্যেই মৃত্যু হয়েছে ৪ জনের। ধুমধাম করে বিয়ে করতে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে তা কেউ ভাবতেও পারেনি। পুলিশ সূত্রে খবর মৃত সকলেই ছিল ঝাসি জেলার এরিচ থানা এলাকায় অবস্থিত বিলাটি গ্রামের বাসিন্দা। গাড়িতে থাকা বরযাত্রীরা যাচ্ছিল থানা এলাকার ছাপার গ্রামে। যাওয়ার পথেই ঘটে এই ভয়ংকর দুর্ঘটনা।

যে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই বরযাত্রী বোঝাই গাড়ির সেই গাড়ির চালক পালিয়ে যায় সঙ্গে সঙ্গে । বরযাত্রী গাড়ির পিছনে বরেরই আরও আত্মীয়ের গাড়ি আসছিল। বরের গাড়িতে আগুন জ্বলতে দেখে আত্মীয়রা কনক্রমে খবর দেয় পুলিশ ও দমকলবাহিনীকে। দুর্ঘটনাস্থলে গাড়ির কাঁচ ভেঙে দুজনকে বের করে আনতে পাড়লেও সকলকে বের করে আনা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনী এসে আগুন নেভানোর পর ওই ৪ জনের মৃতদেহ বের করে আনা সম্ভব হয়। কিভাবে এই পথ দুর্ঘটনা এবং ওই দ্বিতীয় গাড়ির চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles