দেশ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিন্দনীয়: বিমান বন্দ্যোপাধ্যায়
The Union Home Minister's statement is reprehensible: Biman Banerjee

Truth Of Bengal: জয় চক্রবর্তী : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর সম্পর্কিত বক্তব্য নিন্দনীয়। বাবা সাহেব আম্বেদকার নিয়ে সংসদে যে মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করেছেন। এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই চাইছেন ওনার পদত্যাগ। উনি কি করবেন উনিই জানেন। তবে তার বক্তব্য যথেষ্ট নিন্দনীয়। পাশাপাশি ক্যানিং থেকে সন্দেহভাজন জঙ্গি প্রবেশের ঘটনা নিয়েও মুখ খোলেন অধ্যক্ষ। বিএসএফ সক্রিয় নয়, সেই কারণে সন্দেহভাজন জঙ্গি এই রাজ্যে প্রবেশ করেছে। আন্তর্জাতিক সীমানা দেখার দায়িত্ব বিএসএফের। তবে দায়িত্ব বর্তায় তাদের ওপরেই। সাফ বক্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।