‘মুখ্য’ থেকে ‘উপ’! শিণ্ডের পদাবনতিকে খোঁচা উদ্ধব শিবিরের
uddhav thackeray camp attacks eknath shinde on losing maharashtra cm post

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়ণবিশ। মহারাষ্ট্রের কুর্সি হাতছাড়া একনাথ শিণ্ডের। তিনি হতে পারেন উপমুখ্যমন্ত্রী। অর্থাৎ, ক্ষমতার অদলবদল। এবার এই নিয়ে তাঁকে খোঁচা দিলেন উদ্ধব শিবির।
‘ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপি। শিণ্ডের যুগ শেষ। আড়াই বছরই মেয়াদ ছিল। ওর প্রয়োজন ফুরিয়েছে। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না’, এই ভাষাতেই শিণ্ডেকে তোপ দাগলেন সঞ্জয় রাউত। শুধু তাই নয়। রাউত এও বলে দিলেন যে পরবর্তীতে শিণ্ডের দলও ভাঙাতে পারে গেরুয়া শিবির।
বুধবারই ফড়ণবিশ নিশ্চিত করে দেন, এবার একনাথ শিণ্ডের নামের পাশে উপমুখ্যমন্ত্রী বসতে চলেছে। কিন্তু শিণ্ডে শিবির এই নিয়ে চুপ। প্রায় আড়াই বছর মুখ্যমন্ত্রী পদে থাকার পর উপমুখ্যমন্ত্রী হিসাবে কাজ করাটা তাঁর পক্ষে অসম্ভব, এমনটাই জানিয়েছিল শিণ্ডে গোষ্ঠী। শেষ পর্যন্ত কী করবেন শিণ্ডে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।
উল্লেখ্য, ২০২২ সালে বিজেপির অঙ্গুলিহেলনে শিবসেনায় ভাঙন ধরিয়েছিলেন একনাথ শিণ্ডে। রাজনীতিতে এই জল্পনা জোরালো হয়েছিল। এবার তাঁর ডিমোশনে খোঁচা দিতে ছাড়ল না উদ্ধব শিবির।