দিল্লিতে প্রতিবাদের আঁচ বাড়াচ্ছে তৃণমূল, আন্দোলনের পাশে আপ
Trinamool is increasing the protest in Delhi, AAP is on the side of the movement

The Truth of Bengal: দিল্লিতে প্রতিবাদের আঁচ বাড়াচ্ছে তৃণমূল, মঙ্গলবার সকাল থেকে থানার বাইরে অবস্থানে যোগ দেয় আপও। সোমবার কমিশনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনের সময় আটক হয়েছিলেন তৃণমূল প্রতিনিধিরা। ভোটের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করা ও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে তৃণমূল প্রতিনিধিদের এই অবস্থান বিক্ষোভ। সোমবারের পর মঙ্গলবারও ধর্নায় তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। দিল্লির মন্দিরবার্গ থানা চত্বরে ধর্নায় বসেছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনরা। ভোটের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করা ও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে সোমবারের পর মঙ্গলবারও দিল্লিতে এই ধর্না কর্মসূচি তৃণমূলের। তৃণমূলের আন্দোলনকে সমর্থন জানাল আম আদমি পার্টি। মঙ্গলবার সকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল তৃণমূলের আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন।
যেভাবে নির্বাচন কমিশনের দফতরের সামনে থেকে তৃণমূলের প্রতিনিধি দলকে টানা-হ্যাঁচড়া করে জোর করে তুলে আনা হয় তার প্রতিবাদ জানিয়েছেন আপ নেতারা। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হচ্ছে এই অভিযোগ তৃণমূলের একার নয়, কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি সহ দেশের একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছে। নির্বাচন কমিশনের দফতরে নির্দিষ্ট অভিযোগ জানাতে হাজির হয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শান্তনু সেন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস সহ তৃণমূলের প্রতিনিধিরা। তাদের অবস্থান চলাকালীন দিল্লি পুলিশ বর্বরোচিত আচরণ করে বলে অভিযোগ। এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন।
নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশের পর যেভাবে দেশজুড়ে কেন্দ্রীয় এজেন্সি বিরোধী নেতাদের বেছে বেছে গ্রেফতার করছে তা নিয়ে সোচ্চার বিরোধীরা। বিজেপি নেতার সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তার বৈঠকের পর দু বছর আগের পুরনো মামলায় গ্রেফতার হন তৃণমূলের ভূপতিনগরের অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি। এর পিছনে বিজেপির মদত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপির কথামতো বিরোধীদের গ্রেফতার করা হচ্ছে বলে নির্দিষ্ট তথ্য প্রমাণ কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তারপরেও কমিশন কোন পদক্ষেপ না নেওয়াই তৃণমূল ধরনা শুরু করেছে। এই আন্দোলনে তৃণমূলের পাশে এসে দাঁড়াল আপ নেতারা।