দেশ

সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখতে এবার পথে নামছেন পরিবহন মন্ত্রী

Transport Minister to take to the road to inspect government bus services

Truth Of Bengal: সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখতে এবার পথে নামছেন খোদ পরিবহন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা শুরু হয়েছে পরিবহন দফতরের। আগামী সোমবার পথে নামছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিন নিগমের আধিকারিকদের নিয়ে পথে নামছেন পরিবহন মন্ত্রী। সেক্টর ফাইভ হাওড়া ,বেহালায় পরিদর্শন করবেন পরিবহন মন্ত্রী।

Related Articles