
The Truth of Bengal: ট্রেনে যাতায়াত করেন? তাহলে সাবধান হন। মেনে চলুন নিয়মবিধি। নাহলে আপনি গ্রেফতার হতে পারেন। পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া শাস্তির ভাবনা রেলের। তাই এবার ট্রেনের জানলা দিয়ে চিপসের খালি প্যাকেট ফেলার আগে একবার ভাবুন। শুধু প্যাকেট নয়, চায়ের ভাঁড় থেকে জলের খালি বোতল, যে কোনও ধরনের আবর্জনা জানলা দিয়ে লাইনে ফেললেই দিতে হবে জরিমানা। প্ল্যাটফর্ম ও ট্রেনে আবর্জনা ফেললেই জরিমানার নিয়ম আগেই বলবৎ ছিল। এবার রেল লাইনে আবর্জনা ফেললে একই আইনের আওতায় পড়তে হবে।
পাশাপাশি রেলের আইনের ১৪৫ (সি) ধারায় গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানিয়েছেন, আইনটি পুরনো হলেও তা এবার কড়াভাবে প্রয়োগ করা হবে। স্টেশন ও ট্রেনে আবর্জনা ফেলেন যাত্রীরা। পরিচ্ছন্ন রাখার স্বার্থে নিয়মিত পরিষ্কার করা হয় সেগুলি। পাশাপাশি লাইন পরিষ্কার রাখার জন্যও ঠিকা কর্মীদের লাগানো হয়েছে। রেল একদিকে পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করলেও অনেক যাত্রীই তা হেলায় অবজ্ঞা করে থাকেন।
যত্রতত্র ময়লা ফেলা থেকে শুরু করে গুটখা ও পানের পিক ফেলেন। ফলে রেলের খরচ সীমাহীন পর্যায়ে এসেছে। তাই যাত্রীদের আইনের বেড়াজালে বেঁধে ‘সবক’ শেখাতেই শুরু হবে ধরপাকড়। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার পেছনে রেল সূত্রে খবর, স্টেশনগুলিকে অমৃত ভারত প্রকল্পে নতুন রূপে সাজানোর প্রচেষ্টা চলছে। তাই যাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখাটা অভ্যাসে পরিণত করতেই কড়া শাস্তির ভাবনা রেলের।