কুম্ভমেলায় প্রযুক্তির ছোঁয়া, এবার ভিড় সামলাতে ব্যবহার হবে এআই
Touch of technology in Kumbh Mela, this time AI will be used to manage the crowd

The Truth Of Bengal, Mou Basu : সামনের বছর অর্থাৎ ২০১৫ সালে উত্তর প্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজে বসবে কুম্ভ মেলা। সবকিছু সুষ্ঠু ভাবে পরিচালনা করতে এখন থেকেই তৎপর যোগী আদিত্যনাথের সরকার। আগামী বছরের কুম্ভ মেলায় প্রয়াগরাজে যে বিপুল ভিড় সমাগম হবে তা সুষ্ঠু ভাবে সামলাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরমধ্যে রাজ্যের পুলিশ প্রশাসনকে ব্যাপক হারে প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
যোগী আদিত্যনাথ প্রশাসনিক আধিকারিকদের স্পষ্টই বলেছেন ২০২৫ সালের কুম্ভ মেলায় নজিরবিহীন ভিড় হতে পারে। কুম্ভ মেলা ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনের সঠিক উদাহরণ। সে কথা মাথায় রেখে সুরক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেলায় আগত পুণ্যার্থীদের সুযোগ সুবিধা ও বন্দোবস্তের সঙ্গে কোনোরকম আপস করা যাবে না।
কুম্ভ মেলায় আগত দেশবিদেশের অতিথিদের সামনে যোগী আদিত্যনাথ ব্র্যান্ড উত্তর প্রদেশ ও ব্র্যান্ড ভারতকে তুলে ধরতে চান। সে জন্য কুম্ভ মেলার আয়োজনের ভার পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ। মেলার ভিড়ে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে এআই প্রযুক্তি ভিত্তিক যন্ত্রপাতি ও টেকনিক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
এছাড়াও কুম্ভ মেলায় পরিবেশ দূষণ রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। প্রশাসনিক আধিকারিকদের তিনি দ্রুত বিজনোর থেকে বালিয়া পর্যন্ত গঙ্গা পরিষ্কার করার নিদান দিয়েছেন। ২০১৯ সালের কুম্ভ মেলা সাড়ে ৩ হাজার হেক্টর এলাকা জুড়ে হয়েছিল। পরের বছর মেলা আরও বিস্তৃত ৪ হাজার হেক্টর এলাকা জুড়ে বসবে। মেলায় আগত দেশবিদেশের অতিথিদের সঙ্গে নম্র পেশাদারি চোস্ত ভঙ্গিতে কথাবার্তা বলতে পুলিশকর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এছাড়া প্রয়াগরাজে অক্ষয়বট, সরস্বতী কূপ ও পাতালপুরী মন্দির লাগোয়া করিডরের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন যোগী। প্রয়োজনে সেনার সাহায্য নেওয়ার কথা বলেছেন তিনি।