দেশ

তিন কৃষক গ্রেফতার, উত্তাল হরিয়ানা, বাতিল ৫৪ ট্রেন

Three farmers arrested, turbulent Haryana, cancellation of 54 trains

The Truth Of Bengal : পঞ্জাবের পাটিয়ালার কৃষক বিক্ষোভ পড়ল চতুর্থ দিনে। ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা সহ একাধিক দাবিতে কৃষকরা আন্দোলনে নেমেছে। তার মাঝে শম্ভু স্টেশনের কাছে আন্দোলনকারী কৃষকরা রাস্তায় বসে পড়লে যোগাযোগের সমস্যা হয়। আন্দোলন ঠেকাতে না পেরে হরিয়ানা পুলিশ ৩জনকে গ্রেফতার করে।এর প্রতিবাদে অন্নদাতাদের বিক্ষোভের আগুনে ঘি পড়েছে।অবিলম্বে গ্রেফতার হওয়া কৃষকদের না ছাড়লে আন্দোলন ভয়ঙ্কর রূপ নেবে বলে নির্বাচনের মাঝে হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। যারজন্য  অম্বালা-অমৃতসর রুটে মোট ৫৪টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে নয়াদিল্লি থেকে অমৃতসরগামী, ঋষিকেশ থেকে শ্রীগঙ্গানগরগামী, লুধিয়ানা-অম্বালা ক্যান্টনমেন্ট-গামী ট্রেন।  এর আগে ৩০০-ওপর ট্রেন চলাচল ব্যাহত হয়।

এখন কৃষকদের ন্যায্য দাবি নিয়ে কেন্দ্র কোনও ব্যবস্থা না নিলে এই অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক মহলকে আলোড়িত করতে পারে বলে মনে করা হচ্ছে।তাই হরিয়ানা পুলিশ গ্রেফতার হওয়া ৩ কৃষককে কবে মুক্তি দেয় তার ওপর সবকিছু নির্ভর করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Related Articles