দেশ

মুম্বই বিমানবন্দর ওড়ানোর হুমকি! ইমেল মারফত ৮ কোটি টাকার দাবি

Threat mail to blow Mumbai Airport

The Truth of Bengal: মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর ওড়ানোর হুমকি মেইল এল এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে। তারপরেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার মেইল মারফত আসা হুমকিতে বলা হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে বিটকয়েনে ১ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৮ কোটি টাকা না দিলে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল উড়িয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার এমন হুমকি পেয়ে স্বাভাবিকভাবে শোড়গোল পড়ে যায়। মুম্বই পুলিশের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তদন্ত। আর তাতেই মেলে সাফল্য। তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই কেরল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। যদিও ধৃতের পরিচয় গোপন রাখা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ৬ মিনিটে মিম্বই বিমানবন্দরের ফিডব্যাক ইমেল অ্যাড্রেসে একটি হুমকি বার্তা নজরে পড়ে আধিকারিকদের। এটিএসের সাইবার শাখার পক্ষ থেকে যে আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস থেকে হুমকি মেল পাঠানো হয়েছিল, তা শনাক্ত করা হয়। তাতে দেখা যায়, ওই আইপি অ্যাড্রেস কেরলের। সময় নষ্ট না করে রাতেই কেরলে উড়ে যান এটিএসের গোয়েন্দারা। কেরল পুলিশের সহযোগিতায় হুমকিদাতাকে গ্রেফতার করেন।

Free Access

Related Articles