দেশ

৫৭ বছরে এটাই উষ্ণতম মে মাস, কাশ্মীরে ভাঙল গরমের রেকর্ড

This is the hottest May in 57 years, Kashmir breaks heat record

Truth Of Bengal: বৃহস্পতিবার ২২ মে ৫৭ বছরের রেকর্ড গরম পড়ল উপত্যকায়। মৌসম ভবনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৫৭ বছরের রেকর্ড ভেঙে দেয়।

এই প্রসঙ্গে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে, মে মাসে শ্রীনগরের তাপমাত্রা পার করেছে ৩০ ডিগ্রী। এর আগে  ১৯৬৮ সালে ২৪ মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৫৬ সালের ৩১ মে ৩৫ ডিগ্রিতে পৌঁছেছিল উপত্যকার তাপমাত্রা। আর ২০২৫ সালে মে মাসের তাপমাত্রা পৌঁছালো ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় নয় ডিগ্রি বেশি। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে মে মাসের সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার স্টেশনে পারদ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখীর জেরে শিক্ষা দফতরের তরফে বদল করা হয়েছে সময়সীমাও। শ্রীনগর পুর এলাকার স্কুলগুলি সকাল ৮ টা ৩০ থেকে ২ টো ৩০ পর্যন্ত খোলা থাকবে। সেইসঙ্গে পুর এলাকার বাইরের স্কুলগুলিতে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে অবধি পঠন পাঠন হবে।

এখান থেকেই স্পষ্ট যে, তাপমাত্রা বৃদ্ধির জেরে পড়ুয়াদের যাতে কোন অসুবিধা না হয় সেইদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বলা বাহুল্য, পহেলগাঁও হামলার এক মাস পার করেছে। সন্ত্রাসী হামলার পর থেকে এখন ছন্দে ফেরেনি ভূস্বর্গ। সন্ত্রাসীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কড়া নিরাপত্তা বলয়ে ঘিরেছে উপত্যকা। একথায় বলা যায়, সংঘাতের মাঝে প্রকৃতি থেকেও যেন মুছে গিয়েছে স্বস্তি। এই পরিস্থিতিতে এবার জম্মু-কাশ্মীরে বাড়ল তাপমাত্রার পারদ।

Related Articles