দেশ
২০২১ সালের আদমশুমারি নেই, দেশের ১৪ কোটি মানুষ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন থেকে বঞ্চিত, দাবি কংগ্রেসের
There is no 2021 census, 14 crore people of the country are deprived of National Food Security Act, Congress claims

The Truth Of Bengal: ১০ই জুন কংগ্রেস দাবি করেছে যে, দেশের ১৪ কোটি মানুষ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (NFSA) এর অধীনে সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। কারণ ২০২১ সালে দশকীয় আদমশুমারি না হওয়ার কারণে সুবিধাভোগীদের তালিকা আপডেট করা হয়নি।
সোশ্যাল মিডিয়া একটি পোস্টে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শীঘ্রই দেশকে জানাতে হবে কখন আপডেট করা আদমশুমারি জানাবেন।
তিনি দাবি করেছিলেন যে আদমশুমারিটি অন্যান্য অনগ্রসর শ্রেণীর অধীনে শ্রেণীবদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যার তথ্য সরবরাহ করে। প্রসঙ্গত কংগ্রেস তার লোকসভা ভোটের ইস্তাহারে দেশব্যাপী জনসংখ্যা সমীক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল।