দেশ

বিবাহ বিচ্ছেদে স্বামীরাও পাবে খোরপোষ! নজিরবিহীন নির্দেশ আদালতের

The unprecedented order of the Bombay High Court

The Truth of Bengal:একান্নবর্তী পরিবার এখন আর সেভাবে দেখা যায় না।গড়ে উঠেছে নিউক্লিয়ার ফ্যামিলি। হাম দো হামারো  দো-র ভাবনা নিয়ে চলছে পরিবারবাদ। কিন্তু জানেন কী বর্তমান সময়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদের ঘটনা প্রায়শই দেখা যাচ্ছে। সামাজিক বাঁধনও টিকছে না এই হাইটেক,ব্যস্ত যুগে। যার মধ্যে অন্যতম উদাহরণ তৈরি করে মুম্বইয়ের একটি ঘটনা। যেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ার পর বিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে ইতি টেনে দেন তাঁরা। স্বামীর অভিযোগ, তিনি অসুস্থ বলেই ব্যাঙ্ক ম্যানেজার স্ত্রী তাঁর সঙ্গে ঘর করতে চাইছেন না।সন্তানকে নিয়ে আলাদা থাকতে চান।বোম্বে হাইকোর্ট সেই মামলায় নজিরবিহীন রায় দিয়েছে।

স্ত্রীকে ১০হাজার টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ বহাল রেখেছে হাইকোর্ট ।শর্মিলা দেশমুখের  সিঙ্গল বেঞ্চ হিন্দু বিবাহ আইন অনুসারে এই ভরণপোষণের নির্দেশ কার্যকর করার কথা বলেছে।এর আগে   ২০২০তে  বিবাহ বিচ্ছেদের মামলা ওঠে সিভিল কোর্টে।আদালত সবপক্ষের মতামত শোনার পর বিচ্ছেদের  বিষয়টি ভেবে দেখতে বলে। কিন্তু স্ত্রী অনড় থাকায় সম্পর্কে ছেদ ঘটে।আদালত হিন্দু বিবাহ আইন অনুসারে, স্ত্রীকে খোরপোষ দিতে বলে। অসুস্থ স্বামীকে যাতে  ব্যাঙ্ক ম্যানেজার স্ত্রী  ১০হাজার টাকা দেন সেই নির্দেশও দেন সিভিল কোর্ট।কিন্তু বিবাহ বিচ্ছিন্না স্ত্রী সেই নির্দেশকে চ্যালেঞ্জ  করে  বোম্বে হাইকোর্টে মামলা করে ।

স্ত্রীর দাবি তিনি,২০১৯ সালে ব্যাঙ্ক ম্যানেজারের পদ ছেড়েছেন।এখন তিনি সন্তানকে নিয়ে থাকেন।তাঁর পক্ষে প্রাক্তন স্বামীকে ১০হাজার টাকা খোরপোষ দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় বিচারপতি শর্মিলা দেশমুখ হিন্দু বিবাহ আইনের ২৪ নম্বর ধারা অনুসারে নির্দেশ দেন, খোরপোষের দায় বর্তায় স্বামীর মতোই স্ত্রীর ওপরেও। সেসময় স্ত্রীর পক্ষ থেকে জানানো হয় তাঁর প্রাক্তন স্বামী এখন আর অসুস্থ নন।তিনি কর্মক্ষম। স্বামীর পক্ষ থেকে তখন বোম্বে হাইকোর্টে পাল্টা সওয়াল করা হয় তিনি সম্পূর্ণ অসুস্থ। বর্তমানে আদালতের নির্দেশমতো স্ত্রী খরপোষ দিচ্ছেন না।তখন বোম্বে আদালত সমস্ত দিক খতিয়ে দেখে স্ত্রীকে স্বামীর খোরপোষ দেওয়ার নির্দেশ বহাল রাখে।

Related Articles