দেশ

ফের বাড়ল আইবি প্রধানের কার্যকালের মেয়াদ, পহেলগাঁও আবহে কৌশলী সিদ্ধান্ত কেন্দ্রের

The term of the IB chief has been extended, a strategic decision by the center in the prevailing atmosphere.

Truth of Bengal: সন্ত্রাস ও মাওবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র ডিরেক্টর তপনকুমার ডেকার কার্যকালের মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। তাঁর অবসর নেওয়ার কথা ছিল চলতি বছরের ৩০ জুন, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্বে থাকবেন।

আইপি‌এস অফিসার তপন ডেকা হিমাচল প্রদেশ ক্যাডারের। তিনি ২০২২ সালের ১ জুলাই থেকে আইবির প্রধানের দায়িত্বে রয়েছেন। সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডেকার সময়েই ইন্ডিয়ান মুজাহিদিন ও সিপিআই (মাওবাদী)-র মতো সংগঠনের নেটওয়ার্ক অনেকটাই দুর্বল হয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, তাঁর নেতৃত্বে দেশের নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

সম্প্রতি পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালায়। এর ফলে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যদিও আপাতত সংঘর্ষবিরতি চলছে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। সেই সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদ মুক্ত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

এই রকম এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইবি প্রধান হিসেবে তপন ডেকার মেয়াদ বৃদ্ধি নিরাপত্তা দপ্তরের একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ অফিসারদের নেতৃত্বে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ডেকার কার্যকাল বাড়ানো সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।