দেশ

প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আপের, পুলিশ টেনে-হিঁচড়ে সরিয়ে দিতেই ধুন্ধুমার

The program to surround the Prime Minister's residence is up, the police are busy dragging and pulling

The Truth Of Bengal: কেজিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ফুঁসছেন আপ সমর্থকরা। বিক্ষোভে উত্তাল দিল্লি। এবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচির ডাক। তাতে শামিল ‘ইন্ডিয়া’ জোট। সকাল থেকে হাজার হাজার আপ কর্মী-সমর্থক দিল্লির রাজপথে। প্রধানমন্ত্রীর বাসভবনের বাড়ির উদ্দেশে যাওয়ার আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। জোর করে পুলিশ ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। কেজ্রির সমর্থনে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই রাস্তায় বসে পড়েন আপ সমর্থকরা। এই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে।

আপের এদিনের এই কর্মসূচি ঘোষণার পর দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের নিরাপত্তা বাড়ায়। প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ১৪৪ ধারা জারি করে দিল্লি পুলিশ। পুলিশ অনুমতি না মিললেও আম আদমি পার্টি জোর করে বিক্ষোভ দেখায়।

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে আছেন। আবগারি দুর্নীতি-কাণ্ডে ইডি তাঁকে গ্রেফতার করে। তারপর থেকেই উত্তপ্ত রাজধানী। আপ সমর্থকদের দফায় দফায় বিক্ষোভ, প্রতিবাদ জারি আছে। ইডি হেফাজত থেকে মুখ্যমন্ত্রী হিসাবে সরকারি নির্দেশ জারি করেছেন কেজরিওয়াল। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদের রাস্তায় হাঁটছে। এবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি। যা নিয়ে উত্তাল দিল্লি।

Related Articles