দেশরাজ্যের খবর

আরজি কর মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর

The next hearing of the RG Kar case is on September 17

Truth Of Bengal : আরজি কর মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর। জানাল সুপ্রিম কোর্ট। সেদিন সিবিআই-কে নতুন স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ। সোমবার শুনানি চলে দ্বিতীয় দিনের। আরজি করের নির্যাতিতার দেহ ছিল অর্ধনগ্ন। সেই সঙ্গে ক্ষতচিহ্নও ছিল বলে সুপ্রিম কোর্টে জানালেন সিবিআই আইনজীবী। সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল সোমবার শুনানিতে বলেন, “সকাল সাড়ে ৯টায় দেহ দেখতে পাওয়া গিয়েছিল। ফরেনসিক রিপোর্ট বলছে, দেহ যখন পাওয়া গিয়েছিল, তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল। তাঁর দেহে ক্ষতচিহ্ন ছিল। ওই সব নমুনা এইমস বা অন্য কোনও ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।”

এর আগে আরজি কর মামলার শুনানিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত হয়েছিল তা জানতে চায় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানতে চান, অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত করা হয়েছিল। জবাবে রাজ্যের তরফে বলা হয়, দুপুর ১টা ৪৭ মিনিটে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এর পর দুপুর ২টো ৫৫মিনিটে অস্বাভাবিক মৃত্যু মামলা যুক্ত করা হয়েছিল। এরপর প্রধান বিচারপতি জানতে চান কখন জেনারেল ডায়েরি কখন করা হয়েছিল। এই প্রশ্নে রাজ্য জানায়, জেনারেল ডায়েরি হয়েছিল দুপুর ২টো ৫৫মিনিটে।

সিসিটিভি ফুটেজ কি পেয়েছে সিবিআই, আরজি কর মামলায় জানতে চাইল সুপ্রিম কোর্ট। আরজি করের ঘটনায় সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে প্রবেশ করতে এবং বার হতে দেখা গিয়েছিল। ফলে সেই সময়ের অর্থাৎ ভোর সাড়ে ৪টে থেকে ফুটেজ থাকার কথা। ওই ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছিল? এদিন শুনানিতে রাজ্যের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এরপর সিবিআই-এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ২৭ মিনিটের মোট চারটি ক্লিপিংস দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

Related Articles