বিলাসবহুল পোর্শে প্রাণ নিল ২জনের , চালকের আসনে নাবালক
The luxurious Porsche took the lives of 2 people, a minor in the driver's seat

The Truth of Bengal: বিলাসবহুল পোর্শে গাড়ি প্রাণ নিল ২ জনের। রবিবার সকাল 3.15 টায় পুনের কল্যাণী নগর মোড়ে একটি ক্লাবে পার্টি করার পরে অনিশ আওয়াদিয়া এবং অশ্বিনী কস্তা নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে বন্ধুদের সাথে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা পোর্শে টাইকান গাড়িটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে, চালকের আসনে ছিলেন বেদান্ত আগরওয়াল নামের 17 বছরের এক যুবক।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ধাক্কায় ওই দুই আরোহী কার্যত উড়ে গিয়ে অন্য একটি গাড়িতে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে সংঘর্ষের পর গাড়িটি ফুটপাতে ধাক্কা খেয়ে থেমে যায়। স্থানীয়রা চালককে আটক করে এবং মারধোর করতে শুরু করে, এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ইয়ারাওয়াদা থানায় ওই নাবালকের বিরুদ্ধে 279 (রাশ ড্রাইভিং), 304A (অবহেলায় মৃত্যু), 337 (মানুষের জীবন বিপন্ন করা) এবং 338 (গুরুতর আঘাত করা) এবং মোটর যান আইনের বিধান সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।