দেশ

প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রের ছোঁয়া, লড়াইয়ের নামতে নারাজ প্রবীণরা

Congress 2nd list

The Truth of Bengal: জল্পনাতেই যেন সিলমোহর পড়ল। কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতে পরিবারতন্ত্রের ছোঁয়া। প্রার্থী তালিকায় নাম অশোক গেহলট, তরুণ গগৈ, কমল নাথের পুত্ররা। গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কে সি বেনুগোপাল ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকের পর দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে অসম, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান ছাড়াও দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রার্থীর নাম। আসামের যোরহাট আসন থেকে লড়াই করবেন গৌরব গগৈ।

ছিন্দওয়ারা আসন থেকে লড়বেন কমল নাথের পুত্র নকুল নাথ। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় ৩৩ জন ওবিসি, এসসি, এসটি সম্প্রদায়ের। অন্যদিকে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা থেকে স্পষ্ট প্রবীণ নেতারা বিজেপি শাসিত রাজ্যে লড়াইয়ে নামতে চাইছেন না। কমল নাথ, অশোক গেহলট শচীন পাইলট এর মত হেভিওয়েট নেতারা ভোট ময়দানে নামতে নারাজ। তাই অন্য দল থেকে আসা অনেককেই প্রার্থী করেছে কংগ্রেস।

সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দেওয়া রাহুল কাসওয়ানকে তার পুরনো আসন চুরু থেকে প্রার্থী করা হয়েছে। দল গেহলটকে প্রার্থী করতে চাইলেও তিনি রাজি হননি। বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মল্লিকার্জুন খারগের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূত্রের খবর তিনি ভোটে দাঁড়াতে আগ্রহী নন বদলে কর্নাটকের গুলবর্গা আসন থেকে তার জামাইয়ের নাম প্রস্তাব করেছেন তিনি। ফলে তৃতীয় তালিকায় খার্গের জামাইয়ের নাম থাকতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে রায়বরেলি আসন থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।

Related Articles