প্রবল বৃষ্টিতে থমকে রাজধানীর জীবনযাত্রা,মুষল ধারায় বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি দিল্লিতে
The life of the capital came to a standstill due to heavy rains

The Truth of Bengal: প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে রাজধানীর জীবনযাত্রা। একাধিক রাস্তা জলের তলায় চলে গেছে। আগামী ৭দিন এই দিল্লিতে লাগাতার বৃষ্টি চলবে। মুষল ধারায় বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই মৌসম ভবন কমলা সতর্কতা জারি করেছে। লাগাতার বর্ষণে বেহাল দশা হরিদ্বারের। সেখানে শ্মশানে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ি ভেসে যায়।সেই ঘটনা ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।হরিদ্বারের মতোই এবার দিল্লির বাসিন্দাদের জমা জলের যন্ত্রণা ভুগতে হচ্ছে। রাস্তায় জমা জলে ডুবে মৃত্যু হল চার শিশু-সহ মোট ছ’জনের। ওখলার আন্ডারপাসে শনিবার সকালে জমা জলে ডুবে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। শনিবার দুপুরে সিরসপুর আন্ডারপাসের নীচে ২জন বালক জমা জলে পড়ে যায়।মেট্রো স্টেশনের কাছে সেই জলে ডুবে মৃত্যু হয় ২ জনের। আন্ডারপাসের নীচে আড়াই থেকে তিন ফুট উচ্চতার জল জমে ছিল বলে গেছে ।এদিকে,প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে রাজধানীর জীবনযাত্রা।
একাধিক রাস্তা জলের তলায় চলে গেছে।বহু মানুষ রাস্তায় জমা জলের জন্য জলযান ব্যবহার করতে শুরু করেছে। রাজধানীতে ভোগান্তি বাড়ায় দিল্লি প্রশাসনের চাপ বেড়েছে।দেশের রাজধানীর এই বেহাল দশা থেকে সবমহলে প্রশ্ন উঠছে,কেন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এই হাইপ্রোফাইল শহরের বাসিন্দাদের। যেখানে ভিভিআইপি-দের থাকার জায়গা সেখানে কেন এরকম জল থই থই অবস্থা ? ভোগান্তিতে পড়ায় মানুষের অসন্তোষও বাড়ছে। কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে তাই নিয়ে নাগরিকদের মধ্যেও আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে বৃষ্টি কমার কোনও লক্ষ্ণণ দেখা যাচ্ছে।রবিবারও রাজধানীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।আগামী ৭দিন এই দিল্লিতে লাগাতার বৃষ্টি চলবে।
মুষল ধারায় বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে।তাই মৌসম ভবন কমলা সতর্কতা জারি করেছে।তথ্য বলছে,৮৮বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজধানী দিল্লিতে। একাধিক জায়গা জলের তলায় চলে যাওয়ায় বিদ্যুত পরিষেবা ব্যাহত হচ্ছে।অন্ধকারে থাকতে হচ্ছে রাজধানীর বিভিন্ন অংশের মানুষকে। তাই বৃষ্টি না কমলে এই জলের ও বিদ্যুতের ভোগান্তি কমবে না বলেই মনে করছেন দিল্লি প্রশাসনের কর্তারা।কেন্দ্রীয় সরকার দিল্লির মানুষের জল-যন্ত্রণা লাঘব করতে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিক,চাইছেন রাজধানীর নাগরিকরা।