
The Truth of Bengal: ২০১৭ সালের জানুয়ারি, মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি শানমুগানাথনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিল রাজভবনের কর্মীদের একাংশ ৷ এই ঘটনায় সোচ্চার হয়েছিল মেঘালয়ের বিভিন্ন অংশের মানুষ। রাজ্যপালের ইস্তফার দাবিতে সরব হয়েছিল কর্মীরা সহ বেশ কয়েকটি NGO ৷ রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে প্রায় ১০০ জন কর্মী রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন। শেষপর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি শানমুগানাথন।
এবার বাংলা। অভিযোগ সেই একই। পশ্চিমবঙ্গের রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজভবনে আসেন। রাজভবনে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এক অস্থায়ী কর্মীর। সোচ্চার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। সব পক্ষই এই অভিযোগ নিয়ে সরব। দাবি উঠছে তাঁর পদত্যাগের। কী করবেন সিভি আনন্দ বোস? মেঘালয়ের পথ নেবেন? চলছে জল্পনা।