রাজ্যসভায় বাংলার ৫ আসনে নির্বাচন, দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের…
The election commission has announced the election date for 56 Rajya Sabha constituencies.

The Truth Of Bengal: উত্তরপ্রদেশ,বিহার,গুজরাট সহ ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৫টি আসন। ২এপ্রিল এইসব আসনের মেয়াদ শেষ হচ্ছে।সবকটি আসনেই ভোটগ্রহণ করা হবে ২৭ফেব্রুয়ারি।তৃণমূল কংগ্রেস আভাস দিয়েছে, সবার আগে ৪টি আসনে তাঁরা প্রার্থী ঠিক করতে চায়।পরবর্তী সময়ে পঞ্চম আসনে প্রার্থী ঘোষণা করা হবে।
সামনেই লোকসভা ভোট।ভোটের ঘোষণার দিকে তাকিয়ে তামাম দেশবাসী।লোকসভা নির্বাচনের আগেই ঘোষণা করা হল রাজ্যসভার শূন্য আসন।দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচন হতে চলেছে। সোমবার ওই ৫৬ আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন । যার মধ্যে রয়েছে বাংলার ৫টি আসন। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৬টি আসনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল। পশ্চিমবঙ্গ ছাড়াও যে সব রাজ্যে ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন হবে, সেগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ।
তথ্য বলছে, এপ্রিলে মেয়াদ শেষ হবে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী ও শান্তনু সেনের। এছাড়া বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস সদস্য অভিষেক মনু সিংভিরও মেয়াদ শেষ হবে সেদিন। এই সবকটি আসনেই ভোটগ্রহণ হবে ২৭ তারিখ। তৃণমূল কংগ্রেসের তরফে আভাস মিলেছে, তৃণমূলের ৪ প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।বলা যায় রাজ্যসভার নির্বাচনে বিধায়করাই প্রার্থীদের মনোনয়ন করেন।তাঁদের ভোটেই নির্বাচিত হন রাজ্যসভার সদস্যরা।এখন লোকসভার আগে বিজেপি মনে করছে,তাঁদের রাজ্যসভায় সদস্য সংখ্যা বাড়বে।কারণ ৫রাজ্যে জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।