বড় খবর- বাড়তে চলেছে মোবাইলের রিচার্জের খরচ, কবে থেকে লাগু হচ্ছে এই নিয়ম?
The cost of mobile recharge is going to increase

The Truth of Bengal: দেশজুড়ে এখন লোকসভা নির্বাচনের দামামা।আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে নির্বাচন। ভোট গণনা ৪ জুন। বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে নানান ভাবনা নিয়ে হাজির। আর সেই ভাবনা রূপ পাচ্ছে খরচে। দেশের একটা বড় অংশের মানুষ ভোট উন্মাদনার মধ্যে রয়েছেন। ভোট নিয়ে চলছে নানা রকম চর্চা। কোন দল কত আসন পেতে পারে তা নিয়ে চলছে বিশ্লেষণ।
সূত্রের খবর, টেলিকম সংস্থাগুলি ট্যারিফের হার ১৫ থেকে ১৭ শতাংশ বাড়াতে চলেছে। ভোট মিটে গেলেই এই বৃদ্ধি ঘটতে চলেছে। টেলিকম সংস্থাগুলির পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে এই বৃদ্ধি অনিবার্য। বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণেই ট্যারিফের হার বাড়াতে চলেছে তারা। ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষবার টেলিকম শুল্ক বেড়েছিল।
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চলছে সংখ্যাতত্ত্বের লড়াই। আর এই রাজনৈতিক উন্মাদনার মধ্যে মানুষের নানান সমস্যার অনেক কিছুই এখন আড়ালে। তবে যে খবরটি এই ভোট উন্মাদনার মধ্যেও মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে তা হল মোবাইলের রিচার্জ খরচ। ভোট মিটে গেলেই ভোটের রিচার্জ খরচ বাড়তে চলেছে। অ্যান্টিক স্টক ব্রোকিংয়ের রিপোর্টে ইঙ্গিত মিলেছে এমনই।