কেন্দ্রের সবুজ সঙ্কেত! মানুষের বাঁচার ওষুধের দাম ৫০ শতাংশের বেশি বাড়তে চলেছে
The cost of life-saving medicines is set to increase by more than 50 percent

Truth of Bengal: একলাফে অনেকটাই বাড়তে চলেছে ওষুধের দাম। মানসিক রোগ, যক্ষ্মা, থ্যালাসেমিয়া, গ্লুকোমার মতো ওষুধের দাম ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেত দেওয়ায় দরকারি ওষুধের দাম বাড়ছে। মানুষের বাঁচার ওষুধের দাম ৫০শতাংশ ও তার বেশি বাড়তে চলেছে। কেন্দ্রীয় অনুমোদন মেলার পর নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের।কেন বিজেপির সরকার,এই মূল্যবৃদ্ধিতে সায় দিচ্ছে,সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।
মানুষের রোজগার না বাড়লেও জিনিসের দাম বেড়েই চলেছে।কোথাও কোনও লাগাম টানছে না কেন্দ্রীয় সরকার। নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।তারপর এবার বাঁচার লড়াইয়ের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার অভিযোগ উঠছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে।
কারণ একলাফে ফের দাম বাড়তে চলেছে ৫০শতাংশ বা ৫০শতাংশের বেশি। বলা যায়,কোভিডের পর এমনিতেই ওষুধের দাম চড়া। ২০২৪—এর এপ্রিলে প্যারাসিটেমল সহ ৮০০টির ওপর ওষুধের দাম বাড়ে।এর আগে ২০১৯ও ২০২১ সালে ৫০শতাংশের ওপর ওষুধের দাম বেড়েছিল।
আবারও সেই বাঁচার ওষুধ দামী হতে বসেছে।খোদ কেন্দ্রীয় সরকারের সায় মেলার পর ওষুধের দাম একলাফে ৫০শতাংশও তার থেকেও বেশি বাড়ায় নাভিশ্বাস অবস্থা আমজনতার। ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য দেশে দু’রকম ওষুধের তালিকা রয়েছে। এগুলি হল প্রয়োজনীয় ওষুধ। সরকার প্রতি বছর প্রয়োজনীয় ওষুধের দাম বেঁধে দেয়। মূলত পাইকারি মূল্যের উপর নির্ভর করে এই ওষুধগুলির দাম ঠিক হয়।
বর্তমানে, প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে ৩৮৪টি ওষুধ। অন্য দিকে, ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি প্রতি বছর তালিকার বাইরে থাকা ড্রাগের দাম বৃদ্ধির জন্য আবেদন করতে পারে। ওষুধের ব্যবসায়ীরা বলছেন, কোনও অবস্থাতেই সেই মূল্য ১০ শতাংশের বেশি বাড়তে পারে না। বিরোধীরাও তাই ওষুধের মূল্যবৃদ্ধিতে সরকারের এই সবুজ সঙ্কেত দেখে বেজায় ক্ষুব্ধ।আগামীদিনে সংসদে এবিষয়ে ইন্ডিয়া জোট ঝড় তুলতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে।