লাফিয়ে বাড়ছে করোনা, দেশে ২৫০ পার আক্রান্তের সংখ্যা
The coronavirus is surging, the number of infected people in the country exceeds 250.

Truth of Bengal: ফের চোখ রাঙাচ্ছে করোনা। হংকং এবং সিঙ্গাপুরে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তা নিয়ে নতুন করে আশঙ্কা ছড়াচ্ছে দেশের মানুষের মনে। এই আবহে ভারতেও কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড কেসের সংখ্যা ২৫৭। এই তালিকায় শীর্ষে রয়েছে- কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্য। তথ্য অনুসারে, মহারাষ্ট্র (৪৪) এবং তামিলনাড়ু (৩৪)। নতুন আক্রান্তের খবর পাওয়া অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে কর্ণাটক (৮), গুজরাট (৬), দিল্লি (৩) এবং হরিয়ানা, রাজস্থান এবং সিকিমে একটি করে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল সম্প্রতি একজন ৫৯ বছর বয়সী ক্যান্সার রোগী এবং কিডনি রোগে আক্রান্ত একজন ১৪ বছর বয়সী মেয়ের মৃত্যুর খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে চিকিৎসকেরা জানিয়েছেন, যদিও উভয় রোগীই মূল রোগের কারণে মারা গেছেন। তাদের করোনায় মৃত্যু হয়নি। কিন্তু, উভয়েই কোভিড পজিটিভ ছিলেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে ফের করোনার বাড়বাড়ন্তের খবর পাওয়ার সোমবার ভারতের অবস্থা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক হয়৷ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মিলে এই বৈঠকে অংশ নিয়ে দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷ওই বৈঠক শেষে দাবি করা হয়েছে, ভারতের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে৷
যাঁরা আক্রান্ত, তাঁদের অধিকাংশেরই অবস্থা গুরুতর নয়৷ বেশিরভাগ আক্রান্তরাই বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের শরীরে করোনার সামান্য উপসর্গ রয়েছে৷ বলা বাহুল্য, হংকং, সিঙ্গাপুরের মতো দেশগুলিতে উদ্বেগজনক ভাবে গত কয়েকদিনে বাড়ছে করোনা সংক্রমণ৷ সিঙ্গাপুরে মাত্র এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ শতাংশ বেড়েছে৷ গত মাসের শেষ দিকে যেখানে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১১১০০ জন ছিল৷
সেখানে এক সপ্তাহের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১৪২০০৷ আর তাতেই বেড়েছে নয়া আতঙ্ক। কারণ, ২০২০ থেকে ২০২২ সালে করোনা ভাইরাসের জেরে স্বাস্থ্যব্যবস্থা পরিষেবা পড়েছিল সংকটে। তাতেই প্রশ্ন উঠছে আবার কি সেই দিন ফেরার পথে? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান।
হালআমলে হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যার তীব্র বৃদ্ধি ঘটছে। উদ্বিগ্ন দুই জায়গারই প্রশাসন। এই পরিস্থিতিতে ভারতেও নতুন করে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস।