খরচে রাশ টানতে চায় কমিশন, রাজ্যের আসছেন ৩জন পর্যবেক্ষক
The commission wants to rush the cost, 3 observers are coming from the state

The Truth of Bengal: নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে স্বাধীনতার পর থেকে আলোচনা হয়েছে।কিন্তু সেই কালো টাকার ব্যবহার সংসদীয় নির্বাচনে বিশেষ কমানো যায় নি।দেখা যায় দেদার খরচ করে নির্বাচনের চমকপ্রদ প্রচারের মাধ্যমে জনতার নজরকাড়ার চেষ্টা য় থাকে রাজনৈতিক দলগুলো।এই অবস্থায় কৌশলে নির্বাচনী বন্ডের মাধ্যমে শিল্প সংস্থার কাছ থেকে অর্থ প্রাপ্তি নিয়ে বিতর্কও পিছু ছাড়ছে না।
এবার প্রশ্ন,কমিশন প্রার্থীদের আয় ব্যয়ে কী লাগাম টানতে পারবে। কেন্দ্রের শাসকদল বিজেপির বিরু্দ্ধে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ করে বিরোধীরা।কমিশন কথা দিয়েছে,এবার খরচের রাশ টানতে যথাসাধ্য নজরদারি তারা বহাল রাখবে।মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন,মানিপাওয়ার,মাসল পাওয়ার,মডেল কোড অব কনডাক্টের মতোই মিস ইনফরমেশনও তাঁদের নজরে থাকবে।তারা ব্যবস্থা নেবে। এরমাঝে লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন তিন জন পর্যবেক্ষক।
চলতি সপ্তাহেই তাঁরা এই রাজ্যে আসবেন।কমিশনের তরফে জানা গেছে, আয়-ব্যয় পর্যবেক্ষকেরা নির্বাচনে টাকার অপব্যবহার রুখতে নজর রাখবেন। কোচবিহার লোকসভা আসনের জন্য কমিশন আয়-ব্যয়ের পর্যবেক্ষক হিসাবে পাঠাচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস -এর আধিকারিক সঞ্জয় কুমারকে, আলিপুরদুয়ারে পর্যবেক্ষক হিসাবে থাকবেন আইআরএস আধিকারিক শালম কে দুর্গেশ যাদব এবং মদনমোহন মীনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ি আসনে।