ডিভাইডারে ধাক্কা মেরে তিনবার পাল্টি খেল গাড়ি! আর তারপর যা ঘটল
The car hit the divider and flipped three times! And then what happened

The Truth Of Bengal : ফের এক ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সেকেন্ডাবাদের জুবিলী হিলস বাসস্ট্যান্ডের কাছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই দুর্ঘটনায় চাঞ্চল ও ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সেকেন্দ্রাবাদের জুবিলী হিলসে একটি গাড়ি প্রচণ্ড গতিবেগে আসছিল। গাড়িটি সিগনাল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়িতে ধাক্কা মারে। শুধু তাই নয় ঠিক সেই সময় গাড়িটির গতিবেগ এতটাই ছিল যে এরপর গাড়ীটি পাল্টি খেয়ে রাস্তার পাশের ডিভাইডারে আবার ধাক্কা মারে। এরপর এই ভয়াবহ পথ দুর্ঘটনা দেখে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। তবে এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, ” একটি কালো গাড়ি দ্রুতগতিতে রাস্তার ট্রাফিক সিগন্যাল ভেঙ্গে অপর একটি সাদা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এরপর কালো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনবার পাল্টি খেয়ে সামনের ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ওই ভয়াবহ পথ দুর্ঘটনা দেখে আমরা তৎক্ষণাৎ দৌড়ে যাই ওই ঘটনাস্থলে। প্রথমে পৌঁছেই আমরা দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চালাই। খুব অল্পের জন্য প্রাণে বেঁচে যায় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা।” আর এই সম্পূর্ণ ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।