দেশ

সাতসকালে কেঁপে উঠল রাজধানী, আমজনতাকে সাবধানতার বার্তা মোদির

The capital was shaken at 7 am, Modi issued a warning message to the people

Truth Of Bengal: সাতসকালে দিল্লি-সহ নয়ডা ও ও গাজিয়াবাদের বিস্তীর্ণ এলাকা। সকাল হলেও ঘুম ভাঙেনি বহু মানুষের। সোমবার সকাল ৫টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা মাত্র ৪ হলেও বেশ ভালরকম কম্পন অনুভব করেছে দিল্লি। এই আবহে আতঙ্কিত জনতাকে শান্ত ও সতর্ক থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৫টা ৩৬ মিনিটে দিল্লির বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে এই কম্পনের এপিসেন্টার। দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়ার দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের জেরে ঘরের মধ্যে দুলতে থাকা জিনিসপত্রের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

প্রধানমন্ত্রী দিল্লির জনগনকে শান্ত থাকার অনুরোধ করে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দিল্লি-সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তাই সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি। আফটার শক হতে পারে তাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকতে যথাযথ নিয়মাবলি পালন করুন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।’

Related Articles